বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বী’কৃত খু’নি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁ’সি কার্যকরের পর তার লা’শ নিজ জেলা ভোলায় দা’ফন করতে পারেনি প্রশাসন। পরে তার লা’শ কঠোর গোপ’নীয়তার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় দা’ফন করা হয়েছে। মাজেদের শ্বশুরবাড়ির পারিবারিক ক’বরস্থানে বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার দিনগত রাত ৩টার দিকে তার লা’শ দা’ফন করা হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বী’কৃত খু’নির লা’শ সোনারগাঁওয়ে দা’ফন করার খবর প্রকাম্যে আসলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষো’ভের সৃষ্টি হয়। সোনারগাঁও উপজেলা মু’ক্তিযোদ্ধা ক’মান্ড, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় বিভিন্ন রাজ’নৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ খু’নি মাজেদের লা’শ সোনারগাঁওয়ে দা’ফন করায় তীব্র নি’ন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাজেদের লা’শ অপসারণ না করা হলে ক’বর থেকে তুলে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়ার ঘোষণাও দিয়েছেন সোনারগাঁও উপজেলার সাবেক মুক্তি’যোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি।
শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে আবদুল মাজেদের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর হয়। পরে তার লা’শ দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তার গ্রামের বাড়ি ভোলায় দা’ফনের কথা থাকলেও সেখানকার আও’য়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের প্রবল আপত্তির মুখে ঝুঁকি নিতে রাজি হয়নি ভোলার প্রশাসন।
Leave a Reply