করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখান থেকে বেরিয়ে আসার পর তার চিকিৎসা নিয়োজিত থাকা চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, তাদের কাছে ‘আজীবন ঋণী’।
টানা তিনরাত আইসিইউতে কাটানোর পর খানিকটা সুস্থ হয়ে ওঠা ৫৫ বছর বয়সী এ রাজনীতিক লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে যুক্তরাজ্য এরই মধ্যে সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু দেখেছে; পরিস্থিতি মোকাবেলায় দেশটির স্বাস্থ্যকর্মীদের প্রাণপণ চেষ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর এ ধন্যবাদ এলো বলে বিবিসি জানিয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৭৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৬১২ জন।
Leave a Reply