নিজম্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জে বজ্রপাতে হাওরে কাজ করার সময় দুই কৃষক মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলায় একজন এবং জগন্নাথপুর উপজেলায় আরেকজন একই সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১০টায় ঝড় ও কালবৈশাখি শুরু হয়। এসময় বজ্রপাতের ঘটনাও ঘটে। এসময় বজ্রপাতে শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে শাষখাই যাবার পথে কৃষক শঙ্কর সরকার (২২) ঘটনাস্থলেই বজ্রাঘাতে মারা যান।
এদিকে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কাজ করার সময় মারা যান উপজেলার বাউধরন গ্রামের কৃষক শিপন মিয়া (২৪)। বজ্রপাতে শিপন মিয়ার একটি গরুও মারা যায়। জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply