নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলায় আকস্মিক বজ্রপাতে চার ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে তারা মারা যান।
পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে গরু ছড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মো. শিপন মিয়া। তিনি ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত তবারক উল্ল্যার ছেলে বলে জানা যায়। এছাড়া, শাল্লা উপজেলার নারায়নপুর গ্রামে বাজারে যাওয়ার সময় বজ্রপাতে শংকর সরকার নামের এক যুবক নিহত হন। অন্যদিকে, দিরাই উপজেলার উদগল হাওরে ধান কাটার সময় তাপস মিয়া নামের এক ধানকাটা শ্রমিক মারা যান। তার বাড়ি হবিগঞ্জের জলসুখা গ্রামে।
এদিকে নেত্রকোনার মদনে গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে শনিবার সকালে বজ্রপাতে কৃষক ইয়াহিয়া (২৫) ও রায়হান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে।
পুলিশ জানায়, চলমান করোনা প্রাদুর্ভাবে বোরো ফসল কাটতে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটতে যায় কৃষকরা। খাবারের সময় হলে বাবার জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ইয়াহিয়া, টিপন, ইসলাম, দুর্জয় আহত হলে লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন। শিশু রায়হান ঘটনাস্থলে মারা যায় বলে নিশ্চিত করেছেন তার বাবা সেলিম মিয়া।
Leave a Reply