পি টিভি নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সানি লিওনির আপডেট মানেই হট, সিজলিং ব্যাপার স্যাপার৷ সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তাঁর সোশ্যাল সাইটে চোখ রেখে বসে থাকেন৷ সম্প্রতি নিজের একাধিক ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোরগেল ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়৷ কখনও একের পর এক বিকিনিতে তো কখনও ব্ল্যাক অ্যান্ড ওয়াইট পোশাকে ছবি পোস্ট করেছেন তিনি৷ একদৃষ্টে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে৷ তাতেই ঘায়েল নেটিজেন৷ অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তাঁর এই পোস্টে৷
‘হেট হার অর লাভ হার। এই জাস্ট কান্ট ইগনোর হার’। এই কথাটা সাধারণত খাটত টেলিভিশন ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের জন্য। তবে এখন সেটা সানির জন্যও প্রযোজ্য। সানির সম্বন্ধে খারাপ বলুন কিংবা ভালো তাঁকে বা তাঁর খবর এরিয়ে যাওয়া একেবারে অসম্ভব। রইল কিছু দারুণ ছবি। যা সম্প্রতি ইন্সটাগ্রামে দিয়েছেন সানি। যে ছবি রীতিমত ভাইরাস সোশ্যাল মিডিয়াতে।
Leave a Reply