এত ভালবেসেছি কেন তোমায়?
একদিন ছেড়েযেতে হবে আমায়।
বলতো সেদিন তুমি কিভাবে থাকবে?
আমি থাকব মাটির নিচে ঘুমিয়ে,
তুমি থাকবে এই ধরাতে।
বল তো সেদিন তুমি কি আমাকে ডাকবে?
বলবে প্রিয় তুমি করনাকো ভয়,
আমি আছি তোমার হবেই তো জয়।
বলবে কি তখন তুমি ধর এই হাতটা?
তোমায় নিয়ে দেব পাড়ি এই দেশটা।
—জান্নাতুল ফেরদৌস
Leave a Reply