পিটিভি নিউজ ডেস্কঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিটি।
মাননীয়_প্রধানমন্ত্রী,
দেশের সকল কে.জি. স্কুলের পরিচালক ও ১৫ লক্ষ শিক্ষক ও কর্মচারীর পক্ষ থেকে আপনাকে সালাম ও অভিনন্দন জানাই। আপনিই বাংলাদেশের একমাত্র অভিভাবক। মা হলেও আপনি, বাবা হলেও আপনি।আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১৭ কোটি ৮৫ লক্ষ মানুষের দায়-দায়িত্ব নিয়েছেন, দেশের কে.জি. স্কুলের ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকার দায়িত্ব এখনো নেন নাই। অথচ এই ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকা এক কোটির অধিক শিশুর শিক্ষাদানে নিয়োজিত। এই ১৫ লক্ষ শিক্ষক/শিক্ষিকা অল্প সামান্য পারিশ্রমিক পেয়ে ইজ্জত সম্মান নিয়ে কোনরকম জীবনযাপন করতেছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবদান, কে.জি. স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের অবদান তার চেয়ে কোন অংশে কম নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, যতদিন পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত নিম্নলিখিত হারে প্রতি কে.জি. স্কুলের টিচারদেরকে একটি নুন্যতম সম্মানী দিয়ে বাঁচিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রধান শিক্ষক – ১০,০০০/=
সহকারী প্রধান শিক্ষক – ৮,০০০/=
সহকারী শিক্ষক ১০ জন, জনপ্রতি ৬,০০০/=
চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া ০২ জন – ৩,০০০/= জনপ্রতি
দারোয়ান – ৪০০০/=
প্রতিটি স্কুলে উল্লেখিত হারে দিলে আপনার দেশের কিন্ডারগার্টেন সমাজ বেঁচে থাকবে।
একজন আদর্শ মায়ের ১০ জন সন্তানের মধ্যে ০৯ সন্তান পেট ভরে খাবে আর এক সন্তান না খেয়ে মারা যাবে তা কি করে হয়, তাই আমাদের সকলের মা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন এই কিন্ডারগার্টেন সমাজকে বাঁচানোর জন্য একহাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করে কিন্ডারগার্টেনের ১৫ লক্ষ শিক্ষক কর্মচারীকে বাঁচান
এই ১৫ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
নিবেদক –
লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম
চেয়ারম্যান (বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ)
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন)
Leave a Reply