পিটিভি নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাগলামসজিদে প্রতি তিনমাস পরপর যে দানের টাকা পাওয়া যায় তা প্রায় এককোটিপঞ্চাশলাখ টাকা (এভারেজ)। এই টাকা অন্তত কিশোরগঞ্জের গরীব ও অসহায় মানুষের খাদ্য ও চিকিৎসা সহায়তায় ব্যয় করা হোক। এই মহামারীর সময়ে এসব টাকা যদি মানুষের উপকারে না আসে তাহলে এই সঞ্চয় কিসের জন্য?
আল্লাহর ঘরের দান যদি আল্লাহর সৃষ্টির কল্যাণে ব্যবহার করা না যায় তাহলে এর সার্থকতা কোথায়??
যতদুর জানা যায় যে এই টাকা জেলা_প্রশাসনের নিয়ন্ত্রনাধীন আছে। তাই জেলা প্রশাসন বরাবর এই দাবী জানানো উচিত বলে কিশোরগঞ্জের কিছু জনগন মনে করেন।
Leave a Reply