পিটিভি নিউজ ডেস্কঃ করোনা মহামারির এই সময়ে ট্রাম্পের মতো মাস্ক পরার প্রয়োজন অনুভব করেন না ভাইস প্রেসিডেন্ট পেন্সও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মায়ো ক্লিনিক পরিদর্শনে যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেখানে তাঁর সঙ্গে ছিলেন খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান স্টিফেন হানসহ বড় বড় হর্তাকর্তা। তাঁরা সবাই হাসপাতালের নির্দেশিকা মেনে মাস্ক পরেন। তবে পেন্স চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময়ও মাস্ক পরেননি।এদিকে মায়ো ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, তাদের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগেই মাস্ক পরার বিষয়ে বলা হয়েছিল। মাস্ক পরার বিষয়ে জানতে চাইলে মাইক পেন্স বলেন, আমার সঙ্গে যারা ছিল তারা কেউ করোনায় আক্রান্ত নন। তাই মাস্ক পরা হয়নি।
সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ওয়েবসাইটে বলা হয়েছে, গণসংযোগের জায়গাগুলোতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন, সেখানে মুখ মাস্ক ব্যবহার করতে হবে।
মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে বলা হয়, তাদের বর্তমান প্রোটোকল অনুযায়ী মায়ো ক্লিনিককে কোভিড–-১৯ সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সব রোগী, দর্শনার্থী ও কর্মীদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এই পরিদর্শনে পেন্সের সঙ্গে আসা সাংবাদিকেরা জানান, পেন্স ছাড়া বাকি সবাই ক্লিনিকের নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করেন।
Leave a Reply