কাতার প্রতিনিধিঃ আজ চলে গেলেন না ফেরার দেশে আরেক প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা! স্বপ্ন ছিল লক ডাউন শেষে দেশে চলে গিয়ে পরিবার পরিজনদের সাথে দীর্ঘদিন পর সাক্ষাত হবে। না তা আর কিছুই হলনা। প্রতিদিনের মত আজকেও সেহেরী খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে ছিলেন কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল গ্রামের ফরিদ আহমদের ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ এহছান উল্লাহ ( ৩৩)। কিন্ত কে জানত এটা তার জীবনের শেষ সেহরি। সকাল ১০ টায় বুকের ব্যাথা উঠছে বলে যানান এবং তার কিছু সময়ের মধ্যেই মহান আল্লাহ তায়া’লার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে আজীবনের জন্য চলে গেলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ’ন”
আল্লাহ প্রবাসী এই ভাইকে জান্নাত বাসী করুন। “আমিন”
Leave a Reply