কাতার প্রতিনিধি: বিশ্বজুড়ে করোনার দাপট চলছেই। মহামারীর কারণে অলিম্পিক, ইউরো সহ স্থগিত হয়ে গিয়েছে বড় বড় স্পোর্টস ইভেন্ট। পৃথিবী জুড়ে সমস্ত ধরনের ক্রীড়াসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। এমন সময় করোনা হানা দিল ২০২২ কাতার বিশ্বকাপেও। মারণ এই ভাইরাসে এবার আক্রান্ত হলেন কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা দেশটির সাবেক ফুটবলার আদিল খামিস।
মাত্র ১৮ বছর বয়সে কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল সার্কিটে পা রাখেন খামিস। দেশের হয়ে ৫৩ ম্যাচে ১৮ গোল করা ৫৪ বছরের খামিসকে আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছে আয়োজক কমিটি। বৃহস্পতিবার সেই আয়োজক কমিটির পক্ষ থেকেই খামিসের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের প্রাক্তন ফুটবল তারকার দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে।
Leave a Reply