পি টিভি নিউজ ডেস্ক: দুর্বল ঈমান ওয়ালা এমন কিছু মুসলমান আছেন, যাদের রমযান মাস এলে মেজাজটা অন্যান্য মাসের চাইতে আরো খিটখিটে হয়ে যায়, কথা বলতে গেলেই রাগ এসে যায়। তাদের একটু সাবধান হতে হবে। কারন জমিন আল্লাহর, এখানে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইনকেই মেনে নিতে হবে। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ তায়ালা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, জমিন কার কথা শুনে। মাহে রমযান হতে রহমত হাসিলের আজ শেষ দিন। আগামী কাল হতে শুরু হবে মাগফেরাতের ১০ দিন। আমরা প্রত্যহ শেষরাতে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করব, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন।
হাদিস শরীফে মহানবী (সাঃ) বলেন, ‘‘ প্রত্যেক দিনে ও রাতে আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দা রয়েছে , তাদের প্রত্যেকের জন্য রয়েছে দোয়া কবুলের মহান প্রতিশ্রুতি। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত রাসুলে করিম (সাঃ) ফরমান ‘‘সিয়াম ঢাল স্বরুপ, সুতরাং তোমাদের কেউ সিয়াম অবস্থায় হলে সে যেন অশ্লীলতা ও মূর্খতা পরিহার করে , যদি কেউ তাকে গালি দেয়, সে যেন বলে আমি রোজাদার।’’
অন্য এক হাদিসে আছে রাসূল (স) বলেন, ‘‘যে মিথ্যা কথা বলে এবং সে তদানুযায়ী কাজ করে এবং মূর্খতা পরিহার করেনা, তার পানাহার বর্জনে আল্লাহর কোন প্রয়োজন নেই ।’’
মাওলানা মোঃ আনোয়ার আলী
Leave a Reply