পি টিভি ডেস্ক: সিলেটে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ট্রাক ছিনতাইয়ের অভিযোগে রুমন চৌধুরী (৩১) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের কয়সর চৌধুরীর পুত্র। বর্তমানে সে নগরীর পশ্চিম পীরমহল্লা (আফতাব কাউন্সিলর এর বাড়ীর পার্শ্বে), কুদ্দুস মিয়ার বাড়ীতে বসবাস করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি ট্রাক (নম্বও ঢাকা মেট্রোঃ-ইউ-১৪-২৬৮১) গত মে রাত ১১টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ছালিয়া সাকিনস্থ ফরহাদ স্টোন ক্রাশার হতে মালামাল লোড করে ৩ মে রাত অনুমান ২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানা এলাকা অতিক্রম করছিল।
পথে ট্রাকটি সিলেট হতে ঢাকার পথে যাওয়ার পথে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন রাস্তার উপর পৌঁছা মাত্রই ২টি মোটরসাইকেলে অবস্থানরত আটক রুমন চৌধুরী ও তার সঙ্গী সাব্বির খান (৩২) (পিতা-খলিল খান, সাং-আখালিয়া নয়াবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট)সহ অজ্ঞাতনামা আরো ২ জন আসামী ট্রাকটি সিগন্যাল দিয়া থামিয়ে পুলিশ অফিসারের পরিচয় দিয়া ট্রাকের দরজা খুলে ড্রাইভারের পার্শ্বে বসে ধারালো ছোরা বের করে করিয়া ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে আতংক ও ত্রাস সৃষ্টি করে। পরবর্তীতে ট্রাকটি জোর পূর্বক ছিনিয়ে নিয়া যাওয়াকালে রাত অনুমান ৩টায় জালালাবাদ থানাধীন কালীবাড়ী পয়েন্ট নামক স্থানে পৌঁছলে জালালাবাদ থানার টহলরত পুলিশ গাড়ীটি সিগন্যাল দিয়ে থামায়। তখন ড্রাইভার গাড়ী হতে নামিয়া কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘটনার বিষয়ে অবগত করলে পুলিশ অফিসার তখন ১নং আসামী রুমন চৌধুরীকে আটক করে তার নিকট হতে ০১টি ধারালো ছোরা উদ্ধার করে। জালালাবাদ থানা পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ছিনতাইকৃত বর্ণিত ট্রাক এবং আসামী রুমন চৌধুরীর নিকট হতে উদ্ধারকৃত ছোরা জব্দ করিয়া ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ থানায় নিয়া যায়। সংঘটিত ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন হওয়ায় পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশ সংবাদ পেয়ে জালালাবাদ থানা হতে ধৃত আসামী সহ জব্দকৃত আলামত এয়ারপোর্ট থানায় নিয়া আসেন। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০৩/০৩/২০২০খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) সংশোধনী আইন ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। ধৃত আসামী রুমন চৌধুরী এর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ১। সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার মামলা নং-১৩, তাং-১৬/১০/২০০৮, জিআর নং-২৩০/০৮, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড, জগন্নাথপুর থানার মামলা নং-০১, তাং-০৩/০৩/২০০৬, জিআর নং-২৮/০৬, ধারা-৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/ ৩০৭/৩৭৯/৪২৭/১১৪ পেনাল কোড এ মামলা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।
ট্রাক চালকের নাম মোঃ আব্দুর রহিম (৪০), পিতা-মৃত নছির আলী মন্ডল, সাং-দামুরহুদা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা, বর্তমানে সাং- বাসা নং-০৮, শেখেরটেক, শ্যামলী, ঢাকা।
Leave a Reply