নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী ওই তরুণ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শনিবার বিকেলে তাঁকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা পর রোববার সন্ধ্যায় মারা যান।
এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচ দিনে আট রোগীর মৃত্যু হলো। এর মধ্যে মঙ্গলবার দুজন, বুধবার একজন, বৃহস্পতিবার এক ঘণ্টার ব্যবধানে দুজন, শুক্রবার সকালে একজন, শনিবার সন্ধ্যায় একজন এবং রোববার সন্ধ্যায় অপর এক তরুণের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন প্রথম আলোকে বলেন, এই তরুল শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার বেলা একটার দিকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি ক্যানসারের রোগী ছিলেন। রোববার রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগে ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায়। এই জেলায় আক্রান্ত, ৪১ জন। এরপরে বরগুনা জেলায় ৩২ জন, পটুয়াখালীতে ২৮ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ১১ জন এবং সবচেয়ে কম ভোল জেলায়—৫ জন। রোববার নতুন করে এই বিভাগে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া রোববার পর্যন্ত এই বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
Leave a Reply