পি টিভি নিউজ ডেস্ক ঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। এখন পর্যন্ত এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ২ লাখ ৫২ হাজার ৩৯৩ জন। মঙ্গলবার (৫ মে) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হালনাগাদকৃত তথ্যে এ হিসাব তুলে ধরা হয়েছে।
এছাড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৪৫ হাজার ৩৪২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৯৬৯ জন।
বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৯৮০ জনের শরীরে। এদের মধ্যে ২১ লাখ ৪৮ হাজার ৩৪৫ জনের সংক্রমণ মৃদু এবং ৪৯ হাজার ৬৩৫ জনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রে ভাইরাসটি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জনের শরীরে এবং এতে এখন পর্যন্ত মারা গেছেন ৬৯ হাজার ৯২১ জন।
বাংলাদেশে ভাইরাসটি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ১৪৩ জনের শরীরে এবং মারা গেছেন ১৮২ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্তদের ১ হাজার ২০৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন
Leave a Reply