পিটিভি নিউজ ডেস্কঃ
আলহামদুলিল্লাহ্!
র্যাব এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের কৃতী সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্যার। আরো সুখবর! হলো, র্যাব এর সহকারী পরিচারক এর দায়িত্ব পেলেন আমাদের প্রিয় ভাই সিলেটের আরেক কৃতী সন্তান নোমান আহমদ ভাই।
সুখবর কেন বলছি, কারন নোমান আহমদ ভাই অত্যন্ত দ্বীনদার ও সদালাপী একজন ব্যাক্তি। অল্প বয়সেই প্রখর মেধা ও বিশেষ যোগ্যতায় তিনি অন্যতম কনিষ্ঠতম একজন র্যাবের সহকারী পরিচারক। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এ এস,পি) পদে যোগ দেন। সেখান থেকে তিনি স্থলাভিষিক্ত হয়ে র্যাব এর সহকারী পরিচালকের দায়িত্ব পান।
আপনারা জানলে অবাক হবেন ইসলাম ও দ্বীনের বিষয়ে তিনি এতো বেশি জ্ঞান রাখেন যা অবাক করার মতো।
সবচেয়ে আসল বিষয় হলো সততা!
আলহামদুলিল্লাহ!
উনার সাফল্য আমাদের সিলেট বাসীর সাফল্য!
মহান আল্লাহ, অনেক মেধাবী ও প্রতিভাবান এই ব্যাক্তি Numan Ahmad ভাইকে তার পদমর্যাদার শীর্ষে পৌঁছে দিন। উনাকে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত করে এ যুগের ইসলামের শ্রেষ্ঠ একজন ব্যাক্তিদের মধ্যে কবুল করুন।
আমিন।
Leave a Reply