পি টিভি নিউজ ডেস্কঃ
বাজার থেকে মেরাজ ফেরার পথে বদরুল লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকেন
মৌলভীবাজার সদর উপজেলায় বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আনিকেলি গ্রামের শ্রমিক মেরাজ মিয়ার (৪৫) স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই বদরুল মিয়ার (২৭) অনৈতিক সম্পর্ক ছিলো। এ নিয়ে তাদের পারিবারিক বিরোধ তৈরি হয়। বিষয়টিকে কেন্দ্র করে হত্যার ঘটনার তিনদিন আগে মেরাজ মিয়া তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মেরাজ মিয়া বাজারে যান। পথে গাছের আড়ালে ওঁৎ পেতে ছিলেন ছোট ভাই বদরুল। বাজার থেকে মেরাজ ফেরার পথে বদরুল লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকেন। এক পর্যায়ে মেরাজ পাশের একটি খালে পড়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আরও বলেন, বদরুল বড় ভাইয়ের মৃত্যু নিশ্চিত করে চলে যান। পরদিন শুক্রবার দুপুরের দিকে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। ঘটনার রহস্য উদ্ধারে তাদের বাবা ও অন্যান্য ভাইসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে বদরুল মিয়াকে আটক করা হয়। সে ভাইকে খুনের কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। যে লাঠি দিয়ে আঘাত করে ভাইকে মেরেছে, সেই লাঠিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
Leave a Reply