পি টিভি নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমল, বিপনীবিতান, দোকানপাট খোলার সিদ্ধান্ত দেয় সরকার।
তবে- করোনা পরিস্থিতিতে দোকানপাট খোলা রাখা কতটুকু সঠিক হবে তা নিয়ে ২য় দফায় বৈঠকে বসেন সিলেটের ব্যবসায়ীরা।
আজ শুক্রবার বিকেলে নগর ভবনে সিলেটের সকল ব্যবসায়ীরা বৈঠকে বসেন। এসময় সকল ব্যবসায়ীরা আল হামরা, সিটি মার্কেট, হাসান মার্কেটসহ সকল বিপনীবিতান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেটোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেল, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন সহ সকল ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে সকল ব্যবসায়ীরা নেতারা একমত পোষন করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঈদে সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
Leave a Reply