রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগরে রাজনগর থানা পুলিশের একজন এসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বয়স ৫০ বছর ।
এছাড়াও জানা যায়, গত ২৪ এপ্রিল তারিখে উপজেলার খারপাড়া এলাকার আক্রান্ত হওয়া ইপিআই কার্যক্রমের পোর্টারের নমুনা আবার টেস্ট করার পর পজেটিভ এসেছে
শনিবার ( ৯ মে ) সকালে মুঠোফোনে জানানাে হয় ওই পুলিশ সদস্য করােনায় আক্রান্ত হয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ বলেন , সিলেট থেকে জানানাে হয়েছে রাজনগরে একজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন । আগের শনাক্ত হওয়া একজনের নমুনা আবার পাঠানাে হলে তার রিপাের্টও পজেটিভ এসেছে ।
Leave a Reply