কাতার প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর মহামারিতে বিশ্বজুড়ে সামনের সারিতে বীরত্বপূর্ণ কাজ করছেন পেশাদার স্বাস্থ্যকর্মীরা। এজন্য ধন্যবাদজ্ঞাপন হিসেবে তাদের বিনামূল্যে ১ লাখ টিকিট দিচ্ছে কাতার এয়ারওয়েজ।কাতার বাংলাদেশসহ পৃথিবীর যেকোনও দেশের চিকিৎসক, মেডিক্যাল প্র্যাক্টিশনার, নার্স, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ক্লিনিক্যাল গবেষকরা এই সুবিধা পাবেন।
কাতারের রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থার ওয়েবসাইটে ঘোষণাটি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এদিন থেকে বিনামূল্যে বিভিন্ন গন্তব্যের ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট দেওয়া শুরু করেছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৮ মে দোহা সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে (qatarairways.com/ThankYouHeroes) লগ-ইন করে একটি ফরম জমা দিলে প্রোমোশন কোড মিলবে। আগে চাইলে আগে পাওয়া যাবে ভিত্তিতে দেওয়া হচ্ছে টিকিটগুলো। এ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে আবেদনকারীর দেশের জনসংখ্যার আকারের ওপর ভিত্তি করে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক টিকিট বরাদ্দ দেওয়া হচ্ছে।
Leave a Reply