পি টিভি নিউজ ডেস্কঃ ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্মাইল চ্যারিটি’র ইফতার বিতরণ।
দেশে করোনা মহামারির জন্য লকডাউন চলছে…! এমতাবস্থায় অসহায় দরিদ্র ও মুসাফির (পথিক) লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে সিলেটের ওসমানীনগরের স্মাইল চ্যারিটি সংগঠন।
আজ বাদ আসর তাজপুর বাজারে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, স্মাইল চ্যারিটি’র আহবায়ক মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ Minhaj Milad, সদস্য সচিব নজরুল ইসলাম বিদ্রোহী নজরুল, শ্রদ্ধেয় ফারুক ইসলাম ফারুক স্যার, স্মাইল চ্যারিটির অন্যতম সদস্য এম কে এম নিজাম প্রোঃ নাবিহা কম্পিউটার এন্ড স্টেশনারী’ তাজপুর বাজার, নাদিমুল ইসলাম হেলাল Nadim Helal প্রোঃ রিফ্রেশ টেকনোলজি, তাজপুর বাজার ও ফারুক আহমদ F Ahmed সহ বাজারের আরো অনেক ব্যবসায়ী বৃন্দ।
Leave a Reply