‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে, আমরা তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার দেবো’
পি টিভি নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে ৩০ লাখ মার্কিন ডলার (২৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা) পুরস্কার ঘোষণা করেছেন ইরানের একজন আইনপ্রণেতা। ইরানের কুদস্ ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর প্রতিশোধ নিতেই মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ঘোষণা করেন তিনি।
ইরানেরর আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ’এর বরাত দিতে এ খবর জানিয়েছে এএফপি।
ইরানি ওই আইন প্রণেতার নাম আহমাদ হামজাহ। তিনি কেরমান শহরের বাসিন্দাদের পক্ষ থেকে ট্রাম্প হত্যায় পুরস্কারের ঘোষণা দেন। কাসেম সোলেইমানির নিজের শহরও কেরমান এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।
আহমাদ হামজাহ বলেন, “কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে, আমরা তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার দেবো।”
অবশ্য এই পুরস্কারের টাকা কে দেবে-এ সম্পর্কে তিনি কিছুই বলেননি।
ইরানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মানি, গত ৩ জানুয়ারি বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। এর পরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় দেশটি।
Leave a Reply