মহানগর প্রতিনিধি : রমজানের শেষ দিনে মানবিক দৃষ্ঠান্ত স্থাপন করলেন কোতয়ালী থানার এসি নির্মলেন্দু চক্রবর্তী। রোববার (২৪ মে) তিনি নগরীর বিভিন্ন স্থানে অসহায় বয়োবৃদ্ধ, কর্মহীন এবং রোজাদার মানুষদের মধ্যে ইফতারী প্যাকেট বিতরণ করেন। বিকেলে নগরীর বন্দরবাজার, কিনব্রিজ, চৌহাট্টা ও রিকাবীবাজারে ঘুরে ঘুরে ব্যক্তিগতভাবে ইফতারীর প্যাকেটগুলো তুলে নেন নিজ হাতে।
চৌহাট্টা এলাকায় ইফতারীর প্যাকেট হাতে পেয়ে এ সময় রিপন নামের এক ব্যক্তি আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন। তিনি দীর্ঘায়ু কামনা করে এসময় এসি নির্মলেন্দু চক্রবর্তীর জন্য দো’আ করেন।
এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আবহমানকাল থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই দেশের মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাস করে আসছে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি সবকিছুই পাল্টে দিয়েছে। মানুষের এই দুর্যোগকালীন সরকারের পাশাপাশি মানুষই দাঁড়িয়েছে মানুষের পাশে। তিনি বলেন, কাল সোমবার পবিত্র ইদ-উল-ফিতর। মুসলমানদের বৃহৎ একটি ধর্মীয় উৎসব। এই ইদে এক সময় আমরাও ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মিলে-মিশে আনন্দে দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু করোনার ছোবলে আজ সেই আনন্দও হারিয়ে যাবে।
ইফতারী বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, একসময় জমায়েতের মাধ্যমে ইফতার মাহফিল এবং ধনী-গরীব সদলবলে ইফতার করা হলেও বর্তমান করোনা পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছেনা। ফলে উপার্জনহীন মানুষগুলো এই সময়টাতে সমচাইতে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। তাই রোজার শেষ দিনে এই আয়োজনের মধ্য দিয়ে কিছু সংখ্যক অসহায় মানুষের হাতে ইফতারী তুলে দেওয়ার সিদ্বান্ত গ্রহণ করি।
Leave a Reply