ইটালি প্রতিনিধিঃ
ঈদ বয়ে আনুক শান্তি, ভ্রাতৃত্ব। আসুন একে অন্যের প্রতি সহমর্মিতা প্রদশর্ন করি। জাতীয় এই মহামারী সংকটে আমাদের নিকট আসা আনন্দের ক্ষণ ঈদুল ফিতর যেন এই মহামারীর পরিত্রাণের বার্তা হয় সেই দোয়া সকলে করবেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইটালি ইয়েসী যুবলীগ শাখার শ্রী পিযুষ প্রিয় দাস। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের রোধে স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদ উদযাপন করবেন এই প্রত্যাশা নিয়ে দেশ বিদেশের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক
Leave a Reply