পি টিভি নিউজ ডেস্ক : সিলেটের করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ধারানা করা হচ্ছে মে মাসের ৩০ তারিখের মধ্যে হাজার অতিক্রম করবে। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেভাবে বাইরে বের হয়েছেন তাতে কমিউনিটি ট্রান্সমিশন ভয়াবহ আকার ধারণ করেছে।
সিলেটের করোনা বিস্তারের এই খবরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি খুবই উদ্বিগ্ন। দৈনিকসিলেটডটকমকে ড. মোমেন বলেন, সিলেটে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আমি খুবই উদ্বিগ্ন এবং মর্মাহত। তিনি বলেন এ অবস্থা অব্যাহত থাকলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে রোগী সামাল দেয়া কঠিন হবে। তাই পর্যাপ্ত আইসিইউ ইউনিট এবং ভেন্টিলেটর রয়েছে এমন আরও একটি বেসরকারী হাসপাতাল এখনই প্রস্তুত রাখতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে এ ব্যপারে ব্যবস্থা গ্রহনের জন্য সিলেটের দায়িত্বে নিয়োজিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে নির্দেশ দিয়েছি। আশা করা যায় দ্রুত একটি ব্যবস্থা হবে।
পররাষ্ট্রমন্ত্রী সিলেটবাসীকে আরো বেশি সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। অতি জরুরী প্রয়োজন ছাড়া আগামী দুই সপ্তাহ ঘর থেকে বের না হবারও তিনি অনুরোধ করেন
Leave a Reply