পি টিভি নিউজ ডেস্ক ঃ
বন্দুক দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংয়ের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসার পরই শোরগোল শুরু হয়েছে। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাস দিয়েছেন পাঞ্জাবের এই গায়িকা, অভিনেত্রীকে।
স্ট্যাটাসে পাঞ্জাবের এই গায়িকা লেখেন, এই সময়ে বাড়িতে লকডাউনে পজিটিভ চিন্তাভাবনা করুন। পজিটিভ চিন্তাভাবনা করলে, কখনও আপনার খারাপ হতে পারে না।
বিগবস থেকে উঠে আসা এই তারকা স্ট্যাটাসের পর আলোচনার শীর্ষে উঠে এসেছেন। তবে বাবার বিষয়ে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রসঙ্গত, গত ১৪ মে এক মহিলাকে গাড়িতে তুলে নিয়ে যান শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং গিল। এরপর তাকে বন্দুক দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সন্তোখ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শেষ মুখ খোলেন সন্তোখ সিং গিল।
সূত্র: জিনিউজ
Leave a Reply