পি টিভি নিউজ ডেস্ক ঃ
চাঁদপুরে করোনাভাইরাস বা কোভিডি-১৯ এ আক্রান্ত হয়েছে গত ১৫ দিনের মধ্যে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে বাবা-মা ও সন্তান। তবে তিন জনেরই করোনা পরীক্ষার ফলাফল আসে মৃত্যুর পর।
জানা গেছে, কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের এক তরুণ গত ১৫ মে ঢাকা থেকে বাড়ি যান। ১৭ মে সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। চার দিন পর রিপোর্ট পাওয়া যায় সে করোনায় আক্রান্ত।
এ ঘটনার ১০ দিন পর ২৮ মে সকালে তার বাবাও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। ওই দিন মৃত বাবা ও জীবিত মায়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ৩০ মে মা-বাবা মারা যান। ১৩ দিনের মধ্যে বাবা, মা ও সন্তানের মৃত্যু হয়েছে।
২৮ তারিখ ওই তরুণের বাবা ও মায়ের যে নমুনা নেয়া হয়েছিল সোমবার (১ জুন) তাদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ফলে এক পরিবারের এ তিন জনেরই করোনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, কচুয়ায় এ দুজন ছাড়াও কচুয়া থানার এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭২ জনে।
Leave a Reply