পি টিভি বিনোদন ডেস্ক ঃ
ঢাকাই চলচ্চিত্রের কনিষ্ঠ অভিনেত্রী পূজা চেরী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তিনি এখন বড় পর্দার পরিচিত মুখ। ‘পোড়ামন টু’ ও ‘দহন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। করোনার সংক্রমণের আগে ব্যস্ত ছিলেন বেশ-কয়েকটি নতুন চলচ্চিত্র নিয়ে।
করোনার এ সময়ে বাসায়ই রয়েছেন পূজা। সমসাময়িক চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ও জানা অজানা নানা তথ্য শেয়ার করতে মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় স্টার জোন প্রোগ্রামে সরাসরি দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এ অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ঈদ আয়োজনের অংশ হিসেবে পূজা চেরীর সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।
পূজা চেরী মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর তিনি ব্যবসাসফল ‘পোড়ামন টু’ ও ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
Leave a Reply