পি টিভি নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিল থেকে সিলেটের করোনা রোগীদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২টি ভেন্টিলেটর প্রদান করছেন। ভেন্টিলেটর ২টি আগামী কাল ঢাকা থেকে সিলেট আসবে
বৃহস্পতিবার (৪জুন) পররাষ্টমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল দৈনিকসিলেটকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল শুক্রবার ভেন্টিলেটর ২টি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হস্তান্তর করা হবে।
জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমে দুইটি ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল। পরবর্তীতে ঢাকা থেকে আরও নয়টি ভেন্টিলেটর আনা হয়। ৩ জুন আরও তিনটি ভেন্টিলেটর আসে। সব মিলিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এখন ভেন্টিলেটরের সংখ্যা দাঁড়ালো ১৬ টি।
সিলেটের করোনা বিস্তারের খবরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন খুবই উদ্বিগ্ন এবং মর্মাহত। তার নির্দেশে সিলেটে করোনা রোগীর চিকিৎসায় আরেকটি বেসরকারী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় সিলেটে করোনা রোগী শনাক্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে স্থাপন করা হয়েছে
Leave a Reply