পি টিভি নিউজ ডেস্ক ঃ
মহামারি করোনা যেখানে বিশ্বকে মানবিক হওয়ার বার্তা দিচ্ছে, সেখানে দেশের বেসরকারি হাসপাতালগুলো দিন দিন আরো অমানবিক হয়ে উঠছে। অযৌক্তিক বিল, মুনাফার লোভে সরকারি তালিকা থেকে বের হওয়া কিংবা মাঝরাতে রোগীদের বের করে দেয়াসহ নানা অমানবিকতার নিদর্শন বেসরকারি হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, এই হাসপাতালগুলো অধিগ্রহণ করে সেবা মূল্য নির্ধারণ করে দেয়া উচিত রাষ্ট্রেরই। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, লাগাম টানতে প্রয়োজনে শক্তি ব্যবহার।
রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল। সরকার নির্ধারিত করোনা চিকিৎসা সেবা কেন্দ্র। যেখানে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা দেয়ার কথা। তবে সম্প্রতি হাসপাতালটির বিরুদ্ধে করোনায় আক্রান্ত ভর্তি রোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা বিল নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নিজেদের ভুল স্বীকার করে টাকা ফেরত দেয় হাসপাতালটি।
ভুক্তভোগীরা বলেন, আমরা যখন ভর্তি হই তখন আমরা জানি এটা সরকারি খরচ। আমাদের সেটাই বলেছে। পরে বিল আসে ১ লাখ ৭০ হাজারের কিছু বেশি। তখন তারা বলছে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের এগ্রিমেন্ট ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনাদের পুরো বিলটাই দিতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি তালিকায় থেকে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব নয়। তাই টাকার বিনিময়ে সেবা দিতে চান তারা।
আনোয়ার খান মর্ডান হাসপাতাল পরিচালক ডা এহতেশামুল হক বলেন, নিজেরা নিজেদেরটা না করলে আমরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে অনেকগুলো কাজ করতে পারছি না। সেজন্য রোগীদের সার্ভিস আমাদের ভালো হচ্ছে না। এখন অনেক রোগী বলে আমাদের টাকার সমস্যা নাই। আমরা ওষুধটা কিনে আনি। কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব হয় না।
একই অভিযোগ রয়েছে ল্যাবএইড, ইউনাইটেডসহ বেশিরভাগ হাসপাতালের বিরুদ্ধেই। আর নিয়মিত ডায়ালাইসিস রোগীর করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসা না দিয়ে মাঝরাতে বের করে দেয়ার অভিযোগ রয়েছে এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট আইসিইউর ৮০ শতাংশই বেসরকারি হাসপাতালে থাকায় তারা সুযোগের অপব্যবহার করছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা রিদওয়ানুর রহমান বলেন, রোগটা যেরকম তাতে যে পরিমাণ আইসিইউ সাপোর্ট লাগবে সেটার জন্যে সরকারকে অবশ্যই বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করে কোভিড হাসপাতাল করতে হবে। সেই সঙ্গে এর খরচ সরকারকেই বহন করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহামারিকালে বেসরকারি হাসপাতালের এমন আচরণ অপ্রত্যাশিত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো হাবিবুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলো যে সার্ভিস প্রদানের চেয়ে বেশি ব্যবসায়ী তা আবার তারা প্রমাণ করলো। করোনাকালে অন্যান্য দেশের বেসরকারি কর্পোরেট হাসপাতালে সরকারী প্রণোদনায় বিনামূল্যে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply