পি টিভি নিউজ ডেস্ক ঃ
মুন্সিগঞ্জে শুক্রবার (৫ জুন) নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯০৯ জনের করোনা শনাক্ত হলো। নয় সেঞ্চুরির করোনায় পুরো জেলা রেডজোনের দিকে ধাবিত হচ্ছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও জটিলতার দিকে ধাবিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় ২৬৮ জন করোনা জয় করলেন। এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২৩ জন দেয়ার পর শুক্রবার মাঠাপাড়ার নুরুল আমিন এবং বৈখরের আহসান উল্লাহ শিকদারের নাম করোনায় মৃতের তালিকায় সংযুক্ত করেছেন।
নতুন করোনা শনাক্ত ৫৬ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৮, সিরাজদিখান উপজেলায় ১৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৯, গজারিয়া উপজেলায় ৯, শ্রীনগর উপজেলায় ১১ এবং লৌহজং উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৪১৯, টঙ্গীবাড়িতে ৬১, সিরাচদিখানে ১৩৫, লৌহজংয়ে ১০০, শ্রীনগরে ৯৫ এবং গজারিয়ায় ৯৯ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার পাঠানো ২১০টিসহ ৫৪৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪৮৮৮টি। শুক্রবার সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে ১০ জন মুন্সিগঞ্জ সদর উপজেলার এবং ৪ জন গজারিয়া উপজেলার।
সিভিল সার্জন জানান, শুক্রবার ১, ২ ও ৩ জুনের ২০০টি সোয়াবের রিপোর্ট আসে। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ। তবে গজারিয়া উপজেলার ৪ জনের ফলোআপ পজিটিভ ছিল।
পরবর্তীতে গজারিয়া উপজেলায় ১৩ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ৪ জনের আগেই করোনা শনাক্ত হয়। ফলোআপেও তাদের করোনা পজিটিভ আসে। এ চার জন বাদে তাই গজারিয়া উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শুক্রবার অন্য পাঁচ উপজেলায় ফলোআপে করোনা পজিটিভ আসেনি। তাই ৫৬ জনের নতুন কর করোনা শনাক্ত হলো। এরই মধ্য দিয়ে করোনা শনাক্ত ৯শ’ ছাড়িয়ে গেল
Leave a Reply