পি টিভি নিউজ ডেস্ক : সিলেটে প্রাইভেট হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩ রোগী। গত ৩১মে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক বৃদ্ধা বেইনস্ট্রোক করেন। সন্ধ্যায় তাকে অ্যাম্বুলেন্স যোগে সিলেটে আসেন স্বজনরা। একে একে সিলেটের ইবনে সিনা হাসপাতাল, মাউন্ট অ্যাডোরা হাসপাতাল, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আল-হারামাইন হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও নুরজাহান হাসপাতাল ঘুরেও চিকিৎসাসেবা পাননি তিনি। পরে ওই বৃদ্ধা অ্যাম্বুলেন্সেরই মারা যান।
ওইদিন সিলেট নগরীর কাজীরবাজার মোগলটুলা এলাকার ৬৩ বছরের এক বৃদ্ধা নগরীর ৬টি হাসপাতাল ঘুরেও চিকিৎসাসেবা না পেয়ে মারা যান। তার পরিবারের সদস্যরা জানান, নগরীর আল-হারামাইন হাসপাতাল, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সুবহানীঘাটস্থ মা ও শিশু হাসপাতাল, তালতলাস্থ পার্কভিউ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরেও চিকিৎসাসেবা পাননি।
এদিকে, আজ নগরীর ব্যবসায়ী কুমারপাড়ার বাসিন্দা ইকবাল হোসেন খোকন (৫৫) ৪টি হাসপাতাল ঘুরেও চিকিৎসাসেবা পাননি। ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
এভাবে চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসে উঠেছে সিলেটের সচেতন মহল। আজ সকালে ইকবাল হোসেন খোকন মারা যাওয়ার পর থেকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষোভ প্রকাশ করছেন তারা।
সচেতন মহল বলছেন- সারা বছর প্রাইভেট হাসপাতালগুলো চিকিৎসার নামে বাণিজ্য করে আসছে। করোনা মহামারিতে তারা কেন চিকিৎসাসেবা দিবে না। করোনা ভাইরাস আক্রান্ত ছাড়াও সাধারণ রোগীদের এভাবে অবহেলায় চিকিৎসা না পেয়ে মরতে দেওয়া হবে না। প্রয়োজনে তারা ওইসব হাসপাতালের লাইসেন্স বাতিল করে তালা দেওয়ার আহ্বান জানান।
সিলেটে ৫ দিনের ৩ জন রোগী চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার ঘটনায় আজ শুক্রবার (৫ জুন) রাতে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
হাসপাতাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সিলেটের দায়িত্বে নিয়োজিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এক চিঠিতে মন্ত্রী বলেন, ‘সিলেটের বেসরকারী হাসপাতালগুলো নানা অজুহাতে কোন রোগী গ্রহণ করছেন না। ভর্তি বা চিকিত্সা প্রত্যাখ্যান করায় আজ দ্বিতীয় রোগী অ্যাম্বুলেন্সে মারা গেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি বৈঠক করুন। সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার সরকারের যে স্পষ্ট নির্দেশ রয়েছে সেটি জানিয়ে দেন। সাধারণ ও গুরুতর রোগীদের চিকিৎসা প্রদানে অস্বীকারকারী হাসপাতালগুলোর লাইসেন্স প্রয়োজনে স্থগিত করার ব্যবস্থা গ্রহন করুন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না কেউ না খেয়ে মারা যাক কিংবা বিনা চিকিৎসায় মারা যাক। সুতরাং চিকিৎসা সেবার ক্ষেত্রে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।’
এদিকে আগামী রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) সিলেটের সব সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে।
Leave a Reply