পি টিভি নিউজ ডেস্ক ঃ
যশোরে করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ এক চিকিৎসককে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাতে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরপর দু’বার করোনা নেগেটিভ হবার পরও গত তিনদিন ধরে শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন।
অবস্থা গুরুতর হওয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় এবং জরুরি সেবাদানে বিমান বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply