পি টিভি নিউজ ডেস্ক : বুকে ব্যথা ও শ্বাসকষ্ঠ নিয়ে একেক করে ৪টি হাসপাতাল ঘুরেন। কোথাও জায়গা হয়নি। অবশেষে মৃতু্যর কোলে ঢলে পড়েন তিনি।
তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হোসনের স্ত্রী।
এর আগে সিলেটে গত ৫ দিনে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছেন ৪ জন।
জানা যায়, গত ৪ জুন বৃহস্পতিবার দুপুরে মো. আখতার হোসনের স্ত্রীর বুকে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। আখতার হোসেন দক্ষিণ সুরমার নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানের কর্তব্যরত ডাক্তার তার স্ত্রীকে দুইটি টেস্ট দিয়ে ভর্তি না করে বাসায় পাঠিয়ে দেন।
এসময় কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘টেস্টগুলোর রিপোর্ট আসার পরে রোগীকে নিয়ে আগামীকাল (শুক্রবার) আসবেন। প্রয়োজনে কাল ভর্তি করবো।’ শুক্রবার ভোরেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন আখতার হোসেন নর্থ মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে চান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি করেননি।
পরে আখতার হোসেন একে একে সিলেট নগরেরর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ইবসে সিনা হাসপাতালে চেষ্টা করে স্ত্রীকে ভর্তি করাতে পারেননি আখতার হোসেন।
অবশেষে বাড়িতে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার মারা যান তিনি।
Leave a Reply