পি টিভি নিউজ ডেস্ক ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামের করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছে। সে সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। রোববার(৭ জুন) বিকেলে আইসোলেশন থেকে নিখোঁজ হয় কেফায়েত উল্লাহ।
এরপর গত ২৪ ঘণ্টায়ও তার খোঁজ মিলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এ ব্যাপারে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু জানান, রোববার (৭ জুন) বিকেলে খোঁজ নেয়ার সময় ওই রোগীর না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ছাড়পত্র পাওয়া অন্য রোগীদের সঙ্গে তিনি চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ জুন ওই ব্যক্তিকে আইসোলেশন সেন্টারে আনা হয়। রোববার বিকেলে ওই সেন্টারের সাতজনকে সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে যেতে দেয়া হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালের সেবা কর্মীরা বুঝতে পারেন ওই রোগী নেই। খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় সেই রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান যে তিনি বাড়িতে ফেরেননি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। আইসোলেশনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এখানের নিরাপত্তা আরো জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে
Leave a Reply