পি টিভি নিউজ ডেস্ক ::সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
কামরানকে নিয়ে সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়াতে থাকেন কিছু বিবেকহীন মানুষ। এরকম গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এদিকে,কামরান সাহেবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এড.বনশ্রী অপু।
করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহীনির এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়
Leave a Reply