পি টিভি নিউজ ডেস্ক : সিলেটে করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করছে। প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।
আজ (৯ জুন) সিলেটে নতুন করে আরো ৫০জন করোনা আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় মঙ্গলবার রাতে জানান, ৯ জুন পিসিআর ল্যাবে ১৮৬ টি নমুনা পরীক্ষার পর ৫০ টি রিপোর্ট আসে পজেটিভ।
আক্রান্তরা সকলেই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল ৮ জুন পিসিআর ল্যাবে ১৮৬ টি নমুনা পরীক্ষার পর ৬০ টি রিপোর্ট আসে পজেটিভ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পর্যন্ত ১৬২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৯৩৯ জন, সুনামগঞ্জে ৩২৯ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২০ জন ও মৌলভীবাজারে ৫ জন।
প্রতিদিন যে হারে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তা দেখে সচেতন মহলে উদ্বেগ এবং উৎকণ্ঠা বেড়েই চলছে। তবে কেউই বলতে পারছেন না এর সমাধান কী এবং আমাদের শেষ গন্তব্য কোথায়?
Leave a Reply