পি টিভি নিউজ ডেস্ক ঃ
জামালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা শফি আলম ও স্ত্রী মনিরা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে জখম করে শফি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। পরে অভিযুক্ত শফি আলমকে গ্রেফতার করে পুলিশ
Leave a Reply