পি টিভি নিউজ ডেস্ক : সিলেটে করোনা সন্দেহজনক এবং আক্রান্ত রোগীদের জন্য স্থাপনাধিন সেবাকেন্দ্র বা আইসোলেশন হাসপাতালের জন্য কিছু সংখ্যক লোক জরুরিভিত্তিতে নিয়োগ করা হবে।
জানা গেছে, করোনা ও উপসর্গযুক্ত রোগীদের জন্য সিলেটের খাদিমনগর ও দক্ষিণ সুরমায় স্থানীয় প্রশাসন ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে ২টি সেবাকেন্দ্র/আইসোলেশন হাসপাতাল শীঘ্রই চালু করা হবে। এই সেন্টারে সেবামূলক কাজের জন্য স্বেচ্ছাসেবক, নার্স/ ওয়ার্ডবয় প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী, কর্মরত নার্স ও ওয়ার্ডবয়দের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন।
স্বেচ্ছাসেবী, নার্স ও ওয়ার্ডবয়দের প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা করা হবে। মানবিক কারণে এই ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের সরকার কর্তৃক সম্মানীত করা হবে। খাওয়া -দাওয়া ও অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।
মানবসেবায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুন ২০২০ইং-এর মধ্যে ডাঃ কাজী মুশফিক আহমদ, এক্সিকিউটিব ডিরেক্টর, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সৈয়দ প্লাজা, চতুর্থতলা, মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি, শাহজালাল উপশহর, মোবাইল নং ০১৭৩০-৫৮৫০৩৫, ০১৭৮৯-৪৪৪৯৫৮, পজভন-০৮২১-৭১৯৫৯৮, email-sylhetkf2018@gmail.com সিলেট এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply