পি টিভি নিউজ ডেস্ক : দক্ষিণ সুরমা থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধারকৃত সেই লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বালাগঞ্জ উপজেলার ঘরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামিম। তা নিশ্চিত করেন শামিমের ভাগ্নে আলী ইমরান।
আলী ইমরান জানান, দক্ষিন সুরমার উত্তর সিলাম ধোপাঘাট এলাকা থেকে পুলিশের উদ্ধার করা লাশ তিনি সিলেট প্লাসে লাইভে দেখতে পান। তারপর তিনি লাশের ভাইকে নিয়ে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করে ওসমানী মেডিকেলে গিয়ে লাশ সনাক্ত করেন।
এব্যাপারে দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, লাশের আত্মীয়রা থানায় এসে ছবি দেখে লাশ শনাক্ত করে। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে তিনি জানান।
এরআগে বুধবার সকালে দক্ষিণ সুরমার সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়
Leave a Reply