সৈয়দ আহম্মদ আশেকী , বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ঃ স্বাধীনতা যুদ্ধের প্রায় পঞ্চাশ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন মেছবা উদ্দীন খাঁন । তাঁর বাড়ী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামে। নিজের জীবন বিপন্ন জেনেও ১৯৭১-এ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে হায়েনা পাকিস্তানিদের কবল থেকে দেশমাতাকে মুক্ত করেছিলেন । যারা মুক্তিযোদ্ধা তারা জাতির শ্রেষ্ট সন্তান কিন্তু মুক্তিযোদ্ধা মেছবা উদ্দীনের ভাগ্যের চাকায় জং পড়েছিল নানা কাগজপত্র আর নিয়মকানুনের বালাইয়ের মধ্যে ।হতদরিদ্র এই মুক্তিযোদ্ধা হাড়ভাঙা পরিশ্রম করে জীবনের এই পথটুকু পাড় করেন । অতি সরল আর দারিদ্রতা তাকে রাষ্ট্রীয় সম্মান ও সুবিধা থেকে বঞ্চিত করে রাখে এই দীর্ঘ সময় । তবুও কিছু মানুষের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে নতুন করে দরখাস্ত করে তিনি বঞ্চিত ও বাদ পড়া মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে সারা দেশে ১২৫৬ জন মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশ গেজেটভুক্ত হন । তার গেজেট নম্বর ৩৮১৫ তারিখ ২০/০৫/২০২০
Leave a Reply