পি টিভি নিউজ ডেস্ক ঃ
করোনা রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশটির সরকারকে এ মহামারি নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রের নির্দেশ ঠিকভাবে অনুসরণ না করার বিষয়টিও তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন শীর্ষ আদালত।
শুক্রবার (১২ জুন) দেশটির সুপ্রিম কোর্ট জানান, কোভিড- ১৯ রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। এক জায়গায় একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপেও পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছেন, কিন্তু কেউই তাদের সামান্যতম সাহায্য করার জন্য এগিয়ে আসছেন না। পাশাপাশি দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে এজন্য অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
দিল্লি সরকারকে প্রশ্ন করে সর্বোচ্চ আদালত বলে, যখন চেন্নাই এবং মুম্বাই করোনা টেস্টের সংখ্যা দৈনিক ১৬ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার করা হচ্ছে তখন কেন আপনার রাজ্যে এ পরীক্ষা দিনে ৭ হাজার থেকে ৫ হাজারে নেমে গেছে?।
এ বিষয়ে বিচারপতিরা বলেন, দিল্লির পরিস্থিতি শোচনীয়, ভয়ংকর এবং উদ্বেগের। সেখানকার হাসপাতালগুলোর পরিস্থিতিও অত্যন্ত খারাপ, এমনকী মৃতদেহগুলোকেও ঠিকভাবে রাখা হচ্ছে না। রোগীদের পরিবারকেও মৃত্যুর খবর ঠিকমতো জানানো হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে তো পরিবারও শেষকৃত্যে অংশ নিতে পারেন না।
Leave a Reply