পিংকু দাসঃ
অভিনব কায়দায় পাচারকালে চোরাই মদসহ এক যুবককে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন শুক্রবার ভোর ০৭ ঘটিকার সময় রাজনগর উপজেলার ২নং উওরভাগ ইউপি পরিষদের এলাকায় থেকে একটি সিএনজি সহ অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
এ সময় সিএনজির ভেতরে রাখা ৯৯ লিটার মদ ও (নম্বার বিহীন) সিএনজিসহ থাকে আটক করা হয়।
আটকৃত সারজান মিয়া (২২), পিতা-হিরা মিয়া, সাং-নয়াটিলা (উত্তরভাগ), থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার
রাজনগর থানার কর্মকর্তা মো.আবুল হাসিম জানান, সিএনজি অটোরিক্সার ইঞ্জিন বক্সসহ বিভিন্ন অংশে সাজিয়ে উওরভাগ এলাকা থেকে মদের একটি চালান সকাল সাত ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উওরভাগ এলাকায় অভিযান চালিয়ে ৯৯ লিটার চোরাই মদ বহনকারী একটি সিএনজি অটোরিক্সাসহ আটক করে থানা পুলিশ।আটকৃত সারজান মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।এবং তাকে আদালতে সপোর্দ করা হয়বলে জানিয়েছে ওসি।
Leave a Reply