পি টিভি নিউজ ডেস্ক : সিলেটে লকডাউন করার কোন নির্দেশনা এখনও আসে নাই। সংক্রামনের দিক বিবেচনায় এলাকাকে রেড,ইয়োলো এবং গ্রীণ জোনে চিহ্নিত করার দায়িত্ব দেয়া হয়ে ছিলো
সিভিল সার্জনকে। সিভিল সার্জন সেটি করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছেন। সরকারের উচ্চ কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করবে।
বুধাবার (১৭ জুন) দৈনিক সিলেটকে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার অথবা শনিবার লকডাউন হচ্ছে এ ধরনের একটি খবর কে বা কারা ছড়িয়ে দিয়েছে সত্যিকার অর্থে এর কোন ভিত্তি নেই।
এদিকে মঙ্গলবার নগর ভবনে সিসিক পর্ষদ ও সুশীল সমাজের বৈঠক বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার থেকে লকডাউন কার্যকর করার জন্য একটি প্রস্তাবনাও তৈরি করা হয়। এই প্রস্তাবনা লিখিত আকারে পেশ করে জেলা প্রশাসকের অনুমতি প্রদানের পর পরই লকডাউন কার্যকর করা হবে বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, তারা কোথা থেকে পেলেন বৃহস্পতিবারে লকডাইন হচ্ছে। আগে সরকারের কাছ থেকে সিদ্ধান্ত আসুক।
Leave a Reply