ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। ঢাকাই চলচ্চিত্রে ইমন নামেই ব্যাপক পরিচিত তিনি। এবার তিনি অনন্ত জলিলের প্রযোজনায় নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অনন্ত-বর্ষা জুটিকে। এছাড়াও তার সঙ্গে থাকবেন হিরো আলমও। ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি অনুষ্ঠানের প্রথম পর্বে ইমন ও হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) ইমন অনন্ত জলিলের ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। সাইনিং মানিও দিয়েছেন। তবে নতুন এই ছবিটির পরিচালক, ছবির নাম এবং কে নায়িকা থাকবেন তা এখনো প্রকাশ করা হয়নি।
আগামী সপ্তাহের মধ্যে ছবিটির নির্মাতা, নায়িকাসহ অন্যান্য কলাকুশলী সম্পর্কে জানা যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে।
একটা অনুষ্ঠানে ডেকে এভাবে সারপ্রাইজড করবেন তা বুঝতেই পারিনি আমি! করোনার এই দুঃসময়ে হতবাক করেছেন জলিল ভাই- সময় সংবাদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন চিত্রনায়ক ইমন।
ইমন সময় সংবাদকে বলেন, ‘অনন্ত জলিল ভাই আমাকে একটা প্রোগ্রামের জন্য ডেকেছিলেন। প্রোগ্রামের ভিতরেই তিনি আমাকে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ করান।’
ইমন আরও বলেন, ‘আমি হতবাক হয়েছিলাম, সেই সাথে খুব আনন্দিত অনন্ত ভাইয়ের প্রযোজিত সিনেমায় নায়ক হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে। চেষ্টা করব ছবিতে আমার চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।
ইমন জানান, করোনার এই সময়ে অনন্ত জলিল ভাই আমকে ডেকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করান! আমি তাকে সাধুবাদ জানাই। এই সময়ে অন্যরা যেখানে সিনেমা বানাচ্ছেন না সেখানে তিনি নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সত্যিকার অর্থে এটা চলচ্চিত্রের জন্য একটা ইতিবাচক দিক।
জানা গেছে, শিগগিরই সিনেমাটির বিস্তারিত জানানো হবে ভিডিওসহ। অচিরেই অনন্ত জলিলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে নতুন সিনেমাটির বিস্তারিত তথ্য।
এদিকে, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে অনন্তর নায়িকা বর্ষা। পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম
Leave a Reply