পি টিভি নিউজ ডেস্ক ঃ
বাংলাদেশ ব্যাংকের (বিবি) এক মহাব্যবস্থাপকের (জিএম) স্ত্রীর সঙ্গে ওই কর্মকর্তার পিএসের অ’নৈতিক সম্পর্কের জেরে তোলপাড় শুরু হয়েছে। এতে ভাঙনের মুখে পড়েছে দুটি সংসার। স্বামীর প’রকীয়া ঠে’কাতে না পেরে আইনের আশ্রয় নিয়েছেন অ’ভিযুক্ত পিএসের স্ত্রী। তিনি রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা অফিসে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
Advertisements
অ’নৈতিক প’রকীয়ায় সৃষ্ট দাম্পত্য ক’লহের জেরে তিনি তার স্বামীর অ’মানবিক শা’রীরিক ও মা’নসিক নি’র্যাতনের শি’কার- এমন অ’ভিযোগ তুলে যথাযথ শা’স্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার পিএসের স্ত্রী রংপুরের কোতোয়ালি থানায় মা’মলা (নং-৩) দা’য়ের করেছেন। তবে গতকাল রবিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রে’প্তার করা হয়নি।
এদিকে প’রকীয়ার জেরে স্বামীর নি’র্যাতনের বি’ষয়ে সবিস্তারে জানিয়ে গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দপ্তরেও লিখিত অ’ভিযোগ পাঠিয়েছেন ব্যাংক কর্মকর্তা ওই নারী। তার মাধ্যমেই আমাদের সময়ের কাছেও এসেছে জিএমের স্ত্রীর সঙ্গে তার পিএসের অ’নৈতিক সম্পর্কের প্রমাণস্বরূপ অ’ভিযুক্তদের কিছু অন্তরঙ্গ ছবি ও মোবাইল ফোনে কথোপকথনের অডিও ক্লিপ।
Leave a Reply