পি টিভি নিউজ ডেস্কঃ টিপ:’:::: কথা পরে হবে,,,আমি এখন যেতে পারবো না,,,
রাজু:::: প্লিজ জান প্লিজ
টিপ কিছু না বলে উঠে চলে যেতে লাগলো ঠিক তখনই রাজু টিপের আচল ধরে টান দেয়,,, আর সাথে সাথে টান লেগে টিপের শাড়ির আচলের পিন খুলে যায় টিপ তো থতমত খেয়ে যায়, আর নীল ঝট করে টিপের শাড়ি টা ধরে টিপের কাধে হাত দিয়ে ধরে ফেলে,
রাজু: সরি টিপ আসলে আমি ইচ্ছা করে!!কথাটা শেষ না হতেই,ঠাসসসস করে একটা আওয়াজ হয়,নীলের দাদি শব্দ শুনে দৌড়ে কিচেন থেকে বাহিরে আসে,
দাদি বের হয়ে দেখে রাজু গালে হাত দিয়ে দাড়িয়ে আছে , নীল রাজুর দিকে আর টিপ নীলের দিকে তাকিয়ে আছে, দাদির বুঝতে বাকি রইলো না কি ঘটেছে,
রাজু::::’ ভাই তুই?
নীল: তুই আমার সামনে থেকে চলে যা রাজু,,,, প্লিজ চলে যা,,,
রাজু:::: তুই কেনো এতো রিয়্যাক্ট করছিস ভাই? যা হয়েছে একটা মিসটেক এ হয়েছে,,,
নীল:::: মিসটেক,,, কোনটা মিসটেক?তুই ওর গায়ে হাত দেবার সাহস কই পাস?
রাজু: ভাই আমি তো ওর গায়ে হাত দেই নি,শুধু শাড়িটায়!
নীল::::: কাপরটা গায়েই থাকে আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না প্লিজ তুই চলে যা,
রাজু: তুই আমায় ইনসাল্ট করছিস নীল
টিপ: প্লিজ আপনারা চুপ করেন,
নীল: তুমি চুপ করো,
টিপ: না চুপ থাকতে পারি না আপনারা আমার জন্য ঝগড়া করছেন কেনো? আমি চাইনা আমার জন্য আপনাদের মধ্যে কোনো সমস্যা হোক,
রাজু: সেটাই তো যা হয়েছে আমাদের মধ্যে তুই কেনো এই মেয়েটার জন্য আমাদের সম্পর্ক নষ্ট করছিস? একটা সাধারন মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি?
নীল::::: ইনাফ
টিপ::::: সব দোষ আমারই,, আমার জন্যই সব হচ্ছে,,,,
নীল::::: কি বলতে চাচ্ছো তুমি?
টিপ::::: আমার মতো একটা সাধারন মেয়ের জন্য আপনাদের এমন সমস্যা হবে জানলে আমি এখানে আসতাম না, আমার ফুপি ঠিকই বলে আমি যেখানে পা রাখি সেখানে সমস্যার সৃষ্টি হয়,
দাদি: কি বলছিস এসব দিদিভাই?
টিপ::::: হুম দাদিমা ঠিকই বলছি আমি চাই নি আমার জন্য স্যার আর উনার বন্ধুর ঝগড়া হোক, সরি রাজু ভাইয়া আমি চাইনি এমন কিছু হোক,
নীল;::: তুমি ওর কাছে মাফ চাচ্ছো কেনো? দোষ তো তুমার না,
টিপ::::: দোষ যারই থাক সমস্যাটা আমাকে নিয়ে তাই আমি আপনার কাছেও সরি বলছি,আমার জন্য আপনার বন্ধুর সাথে মিস আন্ডাস্ট্যান্ডিং হয়ে গেলো,সরি ভাইয়,
দাদি::::: টিপ,,,,,,
টিপ::::: সরি দাদি,,,,
কথাটা বলেই টিপ বাসা থেকে বের হয়ে আসে,রাজু ও বের হয়ে আসে, নীল সাথে সাথে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছার মারে,
দাদি: দাদুভাই কি করছিস?
নীল কিছু না বলে বের হয়ে আসলো,
দাদি: আমি বুঝতে পারছি দাদুভাই টিপকে তুই ভালোবেসে ফেলেছিস, তুই কেনো এতো অস্থির ওকে নিয়ে, তোকে কষ্ট পেতে দিবো না দাদুভাই আছি তো আমি,
টিপ গিয়ে রাস্তার ধারে একটা বেঞ্চে বসে পড়ে, টিপ আজকাল সহজে কাদে না,চুপটি করে বসে ছিলো, হঠাৎ নীল গিয়ে টিপের পাশে বসে পড়ে নীল আর টিপ পাশাপাশি বসে আছে,কেউ কোনো কথা বলছে না,
টিপ::::: সরি স্যার
নীল::::: রাজুকে পছন্দ করো?
টিপ::::: মানে?
নীল:::: ও তোমাকে বিয়ে করতে চায়,তুমি রাজি থাকলে তোমার মা,বাবার সাথে কথা বলতে পারি,,,,,
তিশা::::: আপুই ওই ছাগলটাকে পছন্দ করে না ভাইয়া,,,,,
নীল:::: আচ্ছা?
টিপ::::: তুই এখানে?
নীল::::: আমি আসতে বলেছি,,,,
টিপ:::: কেনো?
নীল:::::: তোমার এই প্যাচার মতো মুখটা দেখার জন্য,,,,,
নীলের কথা শোনার সাথে সাথেই টিপ ফিক করে হেসে দেয়,,,,,,
তিশা:::: এইতো আমার আপুই,এটা দেখার জন্যই আমি এতো কষ্ট করে আসলাম,,,,
নীল::::: তুমি তাহলে রাজুকে লাইক করো না?
টিপ::::: না
কথাটা শুনে নীল একটু জোরেই মুচকি হেসে ওঠে, এটা দেখে তিশাও হেসে ওঠে,
তিশা:( মনে মনে বলে বাহ্ বাহ্ এত্ত খুসি,ভালোই, তাহলে ভালো লাগাটা অনেক দুরেই গেছে )
তাহলে কোথাও বেড়ানো যাক ভাইয়া,
টিপ: আরে স্যার এর কাজ আছে হয়তো
নীল:::: কাজ থাকলে তোমাকেও নিয়ে যাইতাম এখানে কি বসে থাকতাম?
টিপ:::: হুম,,,,,,
নীল ::::: তো চলো,,,,
টিপ:::: একটা কথা বলি?
নীল::::: হুম,,,,,,
টিপ:::::: দাদিকে যদি সাথে নিয়ে যেতাম ভালো হতো,,,,,
নীল:::::আচ্ছা চলো দাদিকে নিয়েই যাবো,,,,,,
সারাদিন অনেক ঘুরাঘুরি করে লাঞ্চ করার সময় নীল একটা রেস্টুরেন্ট এ গাড়ি থামায়,,,,
টিপ::::: একটা কথা বলি?
দাদি:::: বলনা দিদিভাই,,,,,
টিপ:::: এখানে লাঞ্চ না করে বাসায় রান্না করে খেলে কিন্তুু অনেক মজা লাগবে, মানে আমি রান্না করে দিতাম।একটু দেরি হবে বাট অনেক মজা হবে,
তিশা: হ্যা ঠিক, আপুর রান্না অনেক টেস্টি,
দাদি:::: দাদুভাই চলো আজ দিদিভাই এর রান্না টেস্ট করা যাক,,,,
নীল গাড়ি ঘুড়িয়ে বাসায় নিয়ে আসে,,,,,
টিপ গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে গেলে দাদি পিছে থেকে ডাক দেয়,,,
দাদি::::: টিপ তোর পিঠে কালো দাগ কিসের রে?
নীল টিপের পিঠের দিকে তাকায়,,,,রক্ত জমাট বেধে কালো হয়ে আছে,,,,
নীল::::: এটা কি ভাবে হলো?
টিপ::::: না মানে,,,,কিছুনা এমনি,,,,
দাদি:::” এমনি মানে,,,,,কি করে হলো বল,,,,
তিশা:::: আমার মা এর ভালোবাসা,,,,
নীল::::: হোয়াট্
দাদি::::: তোমার মা মানুষ?এভাবে কেউ কারো গায়ে হাত তুলে?
তিশা:::: ওর শরীরে এর থেকে বেশি আঘাত এর চিন্হ আছে,,,,
টিপ:তিশা কি বলছিস এসব, আসলে ও খুব ইয়ার্কি করে তো, বাদ দিন তো দাদিমা, চলেন খুব খুদা লেগেছে,,
টিপ,আর দাদি বাসার মধ্যে চলে যায়,তিশা যেতে লাগলেই নীল পিছে থেকে ডেকে ওঠে
নীল:::: এক মিনিট,,,,
তিশা: আমি জানি কি বলবেন, আমি ওর নিজের বোন না, ফুপির মেয়ে,
নীল:ও তোমাদের বাসায় থাকে কেন?
তিশা: ও আমাদের বাসায়,না আমরা ওর বাসায় থাকি,,,,
নীল::’ মানে?
তিশা: মামা,মামি মারা যাবার পরে আমার মা আপু কে দেখার নামে চালাকি করে আপুর সব কিছু নিজের নামে করে নিয়েছে,
নীল: তোমার আপু প্রতিবাদ করে নি বা এখও প্রতিবাদ করেনা?
তিশা: বোকা মেয়ে প্রতিবাদ করলে কি তিন বেলা পরে পরে মার খেতো?
নীল:’কিন্তুু ও এমন কেনো?
তিশা: ও ওমনই, নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেয়, কাউকে বলতে পারে না, আমাকেও না, আমি সব বুঝে নেই,খুব ভালোবাসি তো তাই,
নীল: তোমার বোন কি পাগল?
তিশা: ও বড্ড ভালো,একটা কথা কি জানেন? যার নিজের অফিসে ৫০ টা স্টাফ কাজ করে তাকেই আজ অন্য কারো অফিসে কাজ করতে হয় টাকার জন্য,
নীল: তার মানে ও নিজের চাহিদায় চাকরি করে না?
তিশা::: না,আমার মা এর চাহিদাতে,,,,
নীল: ও সত্তি কেমন যানি, সব বলতে তো পারতো,
তিশা: মন খারাপ করার কিছু নাই ভাইয়া, আজ এখানে আছে,কাল কার কাছে থাকবে কে বলতে পারে, এমন কেউ কোথাও নিশ্চই আছে যে ওকে ভালোবেসে নিজের করে নিবে আগলে রাখবে,
চলুন আপুর হাতের রান্না খাবেন, খারাপ লাগবেনা, আমার আপুই বেস্ট,
তিশা ভেতরে চলে গেলো,,,
নীল:::: আমি তোমার মতো মেয়ে একটাও দেখিনি টিপ,,
দাদি:::: আমিও দেখিনি,,,
নীল:::: না আসলে,,,,
দাদি: টিপ কে ভালোবাসিস তাই না?
নীল:::: এমন কিছু না,,,, আসলে,,,
দাদি::::আমার কাছ থেকে লুকাচ্ছিস কেনো ভাই,,,আমি জানি তো,,,,
নীল:::: দাদি,,,,,,
টিপ:::: দাদি আমায় যেতে হবে,,,,
দাদি:::’: কেনো?
টিপ::::: আসলে ফুপি ফোন করেছিলো,,,
তিশা:::: মা কেনো?
টিপ::::: আসলে,,,
দাদি::” কি হয়েছে বল
টিপ::::: বাসায় গেস্ট আসছে আমায় দেখার জন্য,,,,,
টিপের কথা শুনে নীল অবাক হয়ে যায়,,,
দাদি::::: তুই বিয়ে করবি?
তিশ: মা যেতে বললো আর তুই যাবি? তোকে যেতে হবেনা,আমি সব দেখে নিবো,
টিপ: আমি আমার কথা ভাবি না দাদি,আল্লাহ্ আমাকে নিয়ে যে ভাবে খেলার খেলছে,,,কপালে যা হবার হবে,,, রান্না করে দিয়েছি,,,, আপনারা খেয়ে নিয়েন প্লিজ,,,,
তিশা::::: আপুই শোন,,,আপুই,,,,
তিশা:::: আমি যাই,,,,, পরে সব জানাবো,,,
নীল:::: দাদি ও,,,,,
দাদি::::: দেখতে তো এসেছে বিয়ে না,,,তুই টেনশন করিস না,,,
পরদিন সকালে টিপ অফিসে গিয়ে নীলের কেবিনে গেলো,,,
টিপ:::: আসবো স্যার?
নীল:::: হ্যা এসো,,,,
টিপ: এই ফাইলগুলো একটু দেখে নিয়েন,
নীল:::: হ্যা,,,,কাল তোমার বাসায় বলতেই নীলের দাদি কেবিনে ঢোকে,,,।
দাদি :::: টিপ,,,
টিপ ::::: হ্যা দাদি,,,আসেন,,,,,
দাদি:::: কেমন আছিস?
টিপ:::: ভালো আছি, আপনি কি খাবেন চা নাকি কফি?
দাদি:::: কিচ্ছুনা তুই বস,,,
টিপ::: বলেন,,,,
দাদি::: কাল কি হলো বাসায়?
,
টিপ: কাল? সেটা না হয় নাই শুনলেন
দাদি:::: বলনা,,
টিপ:::: আমার বিয়ে ঠিক হয়ে গেছে দাদি,
টিপের কথা শোনার সাথে সাথেই নীলের মাথায় বাজ ভেঙে পড়
নীল:::: হোয়াট্ তোমার বিয়ে ঠিক মানে? তুমি বিয়েতে রাজি হয়ে গেলে
টিপ: না হবার কি আছে বলেন আর কতদিন ফুপির সংসারে পড়ে থাকবো
নীল::::: হোয়াট ননসেন্স,,, টিপ ইউ,,,
দাদি::::: আচ্চা,,,,ছেলে কি করে?
টিপ:::: বিজনেস,,,,
দাদি:::: ওহ্ দেখতে কেমন তোর পছন্দ হয়েছে???
টিপ: দাদিমা আমার জীবনে অনেক কিছুই করেছি বা করতে হয় যা আমার মোটেও পছন্দ নয় এটাও করে নিবো,
দাদি::: টিপ তুই,,,
টিপ: কাল বিয়ে দাদিমা,,,
দাদি:::’ তুই বিয়ে টা করিস না টিপ,
টিপ:::: বিয়েটা আমায় করতেই হবে দাদিমা,,,আমার করার কিছুই নাই,,,,
টিপ বের হয়ে চলে আসে,,,,
নীল ধপ করে চেয়ারে বসে পরে,,,,
দাদি:::: তুই শান্ত হ বাবা আমি সব দেখছি,,,আমি টিপকে এখনি সব
নীল:::: না তুমি ওকে কিচ্ছু বলবে না,,ও বিয়েটা নিজে করতে চায় দাদি,কেউ জোর করছে না,,,আমি জোর করে কিছু করতে চাই না,,,, তুমি যাও আমায় একা থাকতে দাও,,,,,
দাদি চলে আসে,,,,
নীল;:::: বিয়ে করবে তুমি? ঠিক আছে করো,,,,,,
হোয়াট দা,,,,বিয়ে করার কথা ভাবে কি করে ও,,,, ইচ্ছে করছে ঠাটিয়ে থাপ্পড় মারতে,,,,,,
টিপ নিজের ডেস্ক এ কাজ করতে থাকে,,,,এর মধ্যে তিশা এসে টিপ কে টেনে নিয়ে নিচে নিয়ে আসে,,,,টিপকে ওভাবে নিয়ে যেতে দেখে নীল ও পিছু নেয়,,,
টিপ::::: কি হচ্ছে এভাবে এখানে আনলি কেনো?
তিশা::::: কি শুনছি আমি?
টিপ:::: চিল্লাস না,,,
তিশা::::: চিল্লাবোনা মানে? তুই বিয়েতে রাজি হয়েছিস কেনো?
টিপ:::: বিয়েটা করবো তাই,,,
তিশা: পাগল হয়ে গেছিস তুই, কোন আবেগে আর কোন আক্কেলে তুই বুইড়া খচ্চর এর ৩ নাম্বার বউ হইতে চাস হ্যা? টাকার বিনিময়ে ও তোকে নিয়ে যাবে,বউ করতে নয়,,,,
টিপ:::: তিশা চিল্লাচ্ছিস কেনো? আমি কাকে বিয়ে করবো করবো না সেটা আমার ব্যাক্তিগত বাপার,,,,
তিশা:::: মা তোকে কিছু বলে ভয় দেখিয়েছে তাই ন? আপুই তাকা তাকা আমার দিকে,
টিপ: এমন কিছুই না,
তিশা: আমার মাথায় হাত দিয়ে বল তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস?
টিপ: প্লিজ আমায় একা থাকতে দে, এ নিয়ে কোনো কথা বলতে ভালো লাগছে না আমার,
তিশা: তোকে কিচ্ছু বলতে হবে না, আমি বেচে থাকতে তোকে এ বিয়ে করতে দিবো না মনে রাখিস,,,,,
টিপ: তিশা, শোন
টিপ পিছে ঘুরে দেখে নীল দাড়িয়ে আছে,
নীল: বিয়ে টা কেনো করছো তুমি?
টিপ:::: সেটা আমার ইচ্ছা,,,,
নীল:::: আচ্ছা?
টিপ:::: হুম,,,
টিপ চলে যেতে লাগলে নীল টিপের হাতটা টেনে নিজের একদম কাছে নিয়ে আসে,
টিপ:::: কি করছেন আপনি?
নীল: এখন যা হবে আমার ইচ্ছায়,,,,,
টিপ:::: মানে?
নীল: মানে যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সে দেবতাকে সেই ফুলে পুজো দিতে হয়,,,,,
টিপ:::::: মানে টা কি?
নীল কোনো কথা না বলে টিপের হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়,,,,,,,
চলবে…………………
লেখকঃ মিসেস জুবায়ের
Leave a Reply