পি টিভি নিউজ ডেস্কঃ
প্রথমে করোনা ভাইরাসকে পাত্তাই দেননি তিনি। করেছিলেন ঠাট্টা মশকরা। হাস্যকরভাবে বলেছিলেন, এটি একটি সাধারণ ফ্লু মাত্র। তার এমন আচরণ ও মানসিকতার জন্য ভুগতে হয়েছে দেশের কয়েক লাখ মানুষকে। দেননি ঠিকমত লকডাউনও। তিনি আর কেউ নন, আলোচিত বা সমালোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
সেই বলসোনারো নিজেই এখন করোনায় আক্রান্ত। শুরু থেকেই মাস্ক পরায় ব্যাপক অনীহা তার।
তাই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ব্রাজিলের প্রেস অ্যাসোসিয়েসন। দুটি মামলা দায়ের করা হয়েছে তার নামে। একটি মামলা হয়েছে, তিনি মাস্ক না পরে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন এই কারণে। আর অন্য মামলাটি হয়েছে দেশে সংক্রমণ ঠেকাতে তিনি সঠিক পথ অবলম্বন করেননি, করোনা রোধে ব্যর্থ হয়েছেন এই কারণ দেখিয়ে।
শুধু এখানেই শেষ নয়। করোনা পজিটিভ হওয়ার পরও মাস্ক না পরেই দিয়ে যাচ্ছেন দেশটির বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার। জানা গেছে, নিজের করোনা শনাক্তের খবরও তিনি গণমাধ্যমকে দিয়েছেন মাস্ক না পরেই।
জাইর বলসোনারো করোনা পজিটিভ এই খবর জানানোর পর চমকে যান দেশটির সাংবাদিকরা। ওই সময় ওই স্থানে উপস্থিত টিভি চ্যানেলের সকল কর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
ফৌজদারির মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানিয়েছে ব্রাজিলের প্রেস অ্যাসোসিয়েশন
Leave a Reply