নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানো ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৭২ ঘন্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের দাবি জানিয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ।
এই দাবিতে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়র রাজু ভাস্কর চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
আর, দাবি মানা না হলে সারা দেশের সকল শহীদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান ধর্মঘটের হুশিয়ারি দিয়েছে সংগঠনটি। এসময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের দুর্নীতি সরকারের সকল সাফল্যকে ম্লান করে দিচ্ছে। তাই, স্বাস্থ্যখাতের দুর্নীতি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় তারা।
সেই সাথে প্রতিটি জেলায়-উপজেলায়, বিনামূল্যে করোনা পরীক্ষা ও আইসিইউ স্থাপনের দাবিও জানিয়েছে সংগঠনটি।
Leave a Reply