পি টিভি নিউজ ডেস্ক ঃ
সিলেট শহরতলী সদর উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম এর সাক্ষরিত( স্বারক নং সিশিবো/বিদ্যা/মাধ্য/কমিটি/সিল/২০২০/৬৩৪) এক চিটিতে এ সিদ্ধান্ত জানান।
৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে পদাধিতার বলে সদস্য সচিব হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক /দুই সদস্যের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবুল ফজল তালুকদার ও অভিভাবক সদস্য হয়েছেন মোঃ ইয়ানুর আলী সরদার।
এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়
Leave a Reply